মুহাম্মদ জালালউদ্দিন, কুয়েতঃ বর্নাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রবাসী বাংলাদেশী ফ্যামেলী পিকনিক ২০১২ বাংলাদেশ কুরআন কেন্দ্র কুয়েত’র উদ্যোগে ৩০মার্চ রিগাই পার্কে অনুষ্ঠিত হয়। আব্দুল্লাহ বিন আরিফের পবিত্র কুরআন তেলোয়াতের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কুরআন প্রশিক্ষন কেন্দ্র কুয়েত’র সভাপতি হাফেজ মাওলানা নুরুল আলম। এ.কে.এম শামসুদ্দোহা’র উপস্থাপনা ও পরিচালনায় ভিবিন্ন খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মনো মুগ্ধ করে তোলে। প্রবাসী বাংলাদেশীরা খেলাধুলায় অংশ নেয় তম্মধ্যে বালতিতে বল নিক্ষেপ, দৌড়, ক্রিকেট, ফুটবল, মার্বেল দৌড়, বেলুন ফুটানো, চেয়ার সিটিং, পিলো পাসিং এবং সুই সুতা। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল নাতে রাসূল, দেশাত্ববোধক গান, নাটক, নাটিকা। বিপুল সংখ্যক পুরুষ মহিলা অংশ নেন। অনুষ্ঠান সকাল ১০টা থেকে বিকাল ৪:৩০ মিঃ পর্যন্ত চলে। অংশগ্রহন কারীদের বিশেষ পুরস্কারে ভুষিত করা হয়। বাংলাদেশ কুরআন প্রশিক্ষন কেন্দ্র কুয়েত’র সভাপতি হাফেজ মাওলানা নুরুল আলম এবং সাধারন সম্পাদক অহিদুর রহমান বক্তব্য রাখেন। আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
Discussion about this post