কুয়েতে শুল্ক আইনের সংশোধন। এখন থেকে কুয়েতে প্রবেশ বা দেশ ত্যাগের সময় সঙ্গে তিন হাজার কুয়েতি দিনার বা সমমূল্যের নগদ অর্থ, গহনা কিংবা উচ্চমূল্যের পণ্য থাকে তবে তা ঘোষণা করতে হবে । আইন অমান্যকারী হতে পারেন গ্রেপ্তার অথবা বাজেয়াপ্ত হবে সাথে থাকা সোনা দানা। আন্তর্জাতিক মান অনুযায়ী শুল্ক ব্যবস্থাকে আরো আধুনিক ও স্বচ্ছ করতে কুয়েতে শুল্ক আইনের সংশোধন করা হয়েছে। সেন্টার ফর গভর্নমেন্ট কমিউনিকেশন (সিজিসি) কি নিয়মগুলি মেনে চলতে হবে তা ঘোষণা করেছে। এমন সংবাদ প্রকাশিত হয়েছে দেশটির গনমাধ্যমে। নতুন শুল্ক আইনে এখন থেকে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর অথবা স্থল বন্দর দিয়ে কুয়েতে প্রবেশ বা প্রস্থানের সময় যদি সঙ্গে তিন হাজার কুয়েতি দিনার সমমূল্যের নগদ অর্থ, গহনা কিংবা উচ্চমূল্যের পণ্য হোক সেটা ঘড়ি কিংবা অন্য প্রসাধনী থাকে তবে তা ঘোষণা করা বাধ্যতামূলক বলেছে কুয়েত কাস্টমস বিভাগ । কতটুকু স্বর্ণ নিলে কোন শুল্ক কর দিতে হবে কিনা তা উল্লেখ নেই। তবে এখনো পর্যন্ত কুয়েতে থেকে স্বর্ণ নিলে দিতে হয় না কোন শুল্ক কর। বহনকারীরা ক্রয়ের রশিদ সহ সঠিক প্রমান ঘোষণা করতে ব্যর্থ হলে আইন অমান্যকারী হিসেবে হতে পারেন গ্রেপ্তার অথবা বাজেয়াপ্ত হবে সাথে বহন করা সোনা দানা জিনিসপত্র । এখন আর গোপনে বহন করা যাবে না বিলাসবহুল জিনিসপত্র, ঘড়ি, দামি ইলেকট্রনিক্স, সোনার বার ও গহনা। প্রবাসীরা বলছেন অনেকেই দেশে যাওয়ার সময় পরিবারের জন্য সোনার গহনা নিয়ে যেতেন। কিন্তু কুয়েতের আইন সম্পর্কে না জানার কারনে ভ্রমনের সময় দুশ্চিন্তায় থাকতেন কিন্তু এখন নিয়ম পরিষ্কার হওয়ায় ভালো লাগছে। স্বর্ণ ব্যবসায়ীরা বলেন প্রবাসীরা আমাদের কাছে স্বর্ণ কিনতে এসে প্রশ্ন করে নিয়ম জানতে চাইতেন, কিন্তু তারা নিশ্চিতভাবে কিছু বলতে পারতেন না। এখন সরকারিভাবে নিয়ম আসায় গ্রাহকদের সঠিক পরামর্শ দিতে পারবেন। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে যাত্রীদের প্রবেশ এবং প্রস্থানের সময় কাস্টমস ঘোষণা ফর্ম পূরণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। এ সম্পর্কিত বিস্তারিত তথ্য পাওয়া যাবে জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অফ কাস্টমস (GAC) কুয়েত কাস্টমস কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইটে।
Discussion about this post