সুভাস ঘোষকে সভাপতি ও মাহবুবুর রহমানকে সাধারণ সম্পাদক করে ডেনমার্ক আওয়ামী লীগের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আসন্ন সংসদ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের পক্ষে প্রবাসে জনমত গঠনে এ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আর এজন্য তৃণমূলের কর্মী সমর্থকদের মতামতের ভিত্তিতে নবীন ও প্রবীণদের সমন্বয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
এদিকে পূর্ণাঙ্গ কমিটিতে ড. বিদ্যুৎ বড়ুয়া ও নাইম উদ্দিন বাবুকে যুগ্ম সম্পাদক এবং জাহাঙ্গীর আলম ও সামী দাসকে সাংগঠনক সম্পাদক ও শফিকুল ইসলামকে কোষাধ্যক্ষ করা হয়েছে। নতুন কমিটির সদস্যরা ঐক্যবদ্ধ হয়ে দেশের কল্যাণে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন সভাপতি সুভাস ঘোষ ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান।
Discussion about this post