সাংবাদিক হত্যার প্রতিবাদ সভা কুয়েতে

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের কারণে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের বর্বরোচিত হত্যাকান্ডের প্রতিবাদ এবং খুনিদের বিচারের দাবিতে প্রতিবাদ সভার আয়োজন করেছে বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন কুয়েত শাখা। সংগঠনের সভাপতি নাসির উদ্দীন খোকন এর সভাপতিত্বে এবং যুগ্ন সাধারণ সম্পাদক আহাদ আম্বিয়া খোকন ও আলাল আহমেদ এর যৌথ সঞ্চালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত এর সভাপতি ও সময় টিভির প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমন। বিশেষ অতিথি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলা টিভির প্রতিনিধি আ হ জুবেদ, সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি এশিয়ান টিভির প্রতিনিধি রবিউল ইসলাম, প্রেসক্লাব এর যুগ্ম সম্পাদক যমুনা টিভির প্রতিনিধি মোঃ হেবজু, সাংগঠনিক সম্পাদক একাত্তর টিভির প্রতিনিধি সাদেক রিপন, আন্তর্জাতিক সম্পাদক ও এসএটিভির প্রতিনিধি মোঃ সেলিমসহ বিভিন্ন মিডিয়ার কুয়েত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সাংবাদিক তুহিন ছিলেন একজন নির্ভীক ও সৎ সংবাদকর্মী। বর্তমান সময়ে এমন হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তুহিন হত্যার জড়িতদের দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন প্রবাসী সাংবাদিকরা।

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist