এই প্রথম কুয়েতে বাংলাদেশ বিমানের একজন সফল কান্ট্রি ম্যানেজার হিসেবে এ.এস.এম নজরুল ইসলাম কে আনুষ্ঠানিক ভাবে বিদায় সংবর্ধনা জানালেন এশিয়ান গোল্ডেন কার্গো গ্রুপ অফ কোম্পানী। বিভিন্ন সমস্যা থেকে উত্তোলন করে বর্তমানে কুয়েতে সকল এয়ার লাইন্স থেকে বাংলাদেশী যাত্রী আনা নেয়ায় শীর্ষে বিমান। তার এই সফল প্রবাস জীবনের সম্মান জানাতে এই বিদায় সংবর্ধনা’র আয়োজন করে বলে জানান অনুষ্ঠানের সভাপতি এশিয়ান গোল্ডেন কার্গো গ্রুপ অফ কোম্পানীর জেনারেল ম্যানেজার সাহাব উদ্দিন। অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন মারাফিয়া কুয়েতিয়া কোম্পানীর সিইও শহিদ ইসলাম পাপুল, প্রকৌশলী মনজুর আলম, মোহাম্মদ হোসেন সি.আই. পি সহ সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক সহ প্রবাসী সুধীজনেরা। মোহাম্মদ আলী জিন্নাহ’র সঞ্চালনায় নজরুল ইসলাম কে এশিয়ান গোল্ডেন কার্গো গ্রুপ অফ কোম্পানীর পক্ষ থেকে একটি সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
একুশে টিভিতে প্রচারিত খবর:
watch?feature=player_detailpage&v=S3wA3uXC7ws







Discussion about this post