Home / কুয়েত / কুয়েতে ইসলামী ঐক্য সংস্থার সমাবেশ

কুয়েতে ইসলামী ঐক্য সংস্থার সমাবেশ

কুয়েতের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ইসলামী ঐক্য সংস্থা কুয়েতের উদ্যোগে চেবদী আই পিসি মিলনায়তনে এ উলামা মাশায়েখ ও সুধি সমাবেশ অনুষ্ঠিত হয় ।

সংস্থার সভাপতি মাওলানা শায়খ ইমদাদুল্লাহ বেলালীর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক হাফেজ জুবায়েরের পরিচলনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুয়েত ধর্মমন্ত্রনালয় মসজিদের খতিব শায়খ নুরুল ইসলাম।
আরো বক্তৃতা করেন সর্ব মাওলানা শায়খ আবদুর রহমান জামি, শায়খ হাসান, শায়খ জাফর বিন মুসা, শায়খ ফখরুল ইসলাম, শায়খ সৈয়দ জামাল উদ্দীন, শায়খ এনায়েত উল্লাহ , শায়খ ফজলুল করীম ও শায়খ আবদুর রশিদ প্রমুখ ।
পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন হাফেজ কারী জামিল হাসান । ইসলামী গজল পরিবেশন করেন হাফেজ রিয়াজুল ইসলাম ।
বাদ জোর হতে শুরু হয়ে সমাবেশ চলে বাদ আছর পর্যন্ত । এক পর্যায়ে সমাবেশ পরিনত হয় তরুন আলেম ও প্রবীণ শায়খ মাশায়েখের মিলন মেলায় । তরুণ আলেমরা প্রবীণদের সোহবত পেয়ে আনন্দ প্রকাশ করেন ।

About বাংলার বার্তা

আরও পড়ুন...

কুয়েতে ফেনী স্পোর্টিং ক্লাবের অভিষেক ও পরিচিতি সভা

কুয়েতে জিলিব আল সুয়েখের একটি হোটেল শুক্রবার রাতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই পরিচিত সভা …

error: Content is protected !!