কুয়েত প্রতিনিধিঃ কুয়েত প্রবাসীদের বিভিন্ন সমস্যায় পাশে থাকার প্রত্যয় নিয়ে গঠন করতে যাচ্ছে বাংলাদেশ কমিউনিটি। কুয়েতে আড়াই লক্ষ বাংলাদেশীর নেতৃস্থানীয় প্রবাসী নেতা, ব্যবসায়ী, ডক্টর, প্রকৌশলী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার সর্বস্তরের প্রবাসীদেন নিয়ে এই কমিউনিটি কমিটি গঠন হবে বলে জানান সমম্বন্নয়ক কমিটির নেতৃবৃন্দ। শুক্রবার রাতে কুয়েত সিটির মালিয়ায় সুইচবেল প্লাজার হল রুমে এই প্রস্তুতি কমিটির এই সভা অনুষ্ঠিত হয়। সিনিয়র সিটিজেন হাজী জুবায়ের আহম্মেদ এর সভাপতিত্বে ও সংগঠক ফয়েজ কামাল এর উপস্থাপনায় উক্ত সভা অনুষ্ঠিত হয়। সে সেময় মঞ্চে ছিলেন বিজনেস কাউন্সিলের সভাপতি লুৎফর রহমান মোকাই আলী, বিশিষ্ঠ ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শেখ আকরামুজ্জামান, আওয়ামী লীগ নেতা আতাউল গনি মামুন, আবদুর রব মাওলা, বিএনপি নেতা জালাল আহম্মেদ চুন্নু মোল্লা, কুরআর প্রশিক্ষন কেন্দ্রের ওয়াহীদুর রহমান, এলডিপি কুয়েত সভাপতি জাফর আহম্মদ। কমিউনিটি গঠনে ও করনীয় সম্পর্কে পরামর্শ মুলক বক্তব্য দেন উপস্থিত প্রবাসীরা। সে সময় উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদের সাধারন সম্পাদক মাইন উদ্দিন মইন, কবি মোরশেদ আলম বাদল, আলী আব্দুল ওয়াহীদ, মাসুম আহমেদ, শ্রমিকলীগ কুয়েত সাধারণ সম্পাদক কামাল হোসেন, তৌহিদুল আলম, দিদারুল আলম, গিয়াস উদ্দিন, প্রকৌশলী মোশায়েদ, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ আলমগীর হোসেন, শাহ নেওয়াজ নজরুল, হান্নান মজুমদার, খোকন জাহারা, সেলিম আহমেদ, সেকান্দর, সফিক আহম্মেদসহ আরো অনেকে। উপস্থিত সকলের প্রস্তাবে হাজী জোবায়ের আহম্মেদ কে প্রধান করে প্রায় ত্রিশ জনের একটি প্রস্তুতি সমম্নয়ক কমিটি গঠন করা হয়। এই প্রস্তুতি কমিটি কুয়েত এর বিভিন্ন অঞ্চলে প্রবাসীদের গনসংযোগ করে একটি আহবায়ক কমিটি গঠন করার পক্রিয়া করবে। সেই আহবায়ক কমিটির মাধ্যমে সকলের সম্মতিক্রমে একটি পুর্নাঙ্গ কমিটি গঠন করা হবে বলে মত প্রকাশ করেন। উপস্থিত বক্তারা বলেন পয়সার বিনিময়ে কর্মি কিনে নয় আত্ম মানবতার সেবায় স্বেচ্ছায় শ্রম দিবে এমন নেতৃবৃন্দের মাধ্যমে কমিউনিটি গঠন করার, এবং এমন নেতা প্রয়োজন যে নেতা সম্মান দিতে জানে নিতেও জানে। কোন বাংলাদেশীর সমস্যায় ঝাপিয়ে পরবে, দুঃখে থাকবে পাশে। শুধুমাত্র সভাপতি বা চেয়ারম্যান কিংবা সাধারণ সম্পাদক নাম ভাঙ্গিয়ে নিজ প্রচারনায় ব্যস্ত বা এটাকে পুজিঁ করে দাওয়াত খাওয়ার কোন অযোগ্য ব্যক্তি যাতে এই কমিটিতে স্থান না পায় সে দিকে জোর দাবি করেন। কুয়েতে আড়াই লক্ষ প্রবাসীর সম্মান জরিত এই বাংলাদেশ কমিউনিটি নামক সংগঠনে এই সম্মান কারো পকেটে থাকবে এমটা কোন প্রকারে মেনে নেবেন না সাধারন প্রবাসীরা। উল্যেখ্যযোগ্য প্রবাসীর সম্বম্নয়ে সবার কাছে গ্রহনযোগ্য কমিটি করার দাবিও করেন বক্তারা।
Discussion about this post