কুয়েতে করোনা পরিস্থিতি উন্নতি হওয়ায় স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে । কুয়েতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের প্রবাসীরা ইতিমধ্যে নানান অনুষ্ঠানের আয়োজন করতে শুরু করেছে । কুয়েতের মরু এলাকার কাবাদ অঞ্চলে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুর বাসী প্রবাসীদের উদ্যোগে অনাড়ম্বর পরিবেশে উদযাপিত হল বনভোজন প্রবাসীদের মিলন মেলা। আজাদ আহমেদ জালাল এর সভাপতিত্বে এবং পারভেজ রানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মঈন উদ্দিন মঈন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল ইসলাম বাবুল, মির্জা সোহেল বেগ, আলী হোসেন নজরুল, বরকত উল্লাহ ও সাইফুল ইসলাম সহ আরো অনেকে।
অনুষ্ঠানে বক্তারা তাদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন,দীর্ঘদিন মহামারী প্রতিরোধে সমাগম নিষিদ্ধ ছিল,করোনা পরিস্থিতি উন্নতি হওয়ায় স্বাভাবিক জীবনে ফিরে আসায় এখন বিনোদনের উদ্দেশ্যে একত্রিত হতে আর বাধা নেই।