বগুড়া জেলা প্রতিনিধি ঃ বগুড়ায় র্যাবের অভিযানে বিপুল পরিমান প্রতœতাত্ত্বিক সম্পদ, বিভিন্ন মূল্য মানের কোর্ট ফি স্ট্যাম্প, বিড়ি, সিগারেটের ব্যান্ড রোল উদ্ধারসহ এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রোববার র্যাব-১২ বগুড়া ক্যাম্প থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ৯ ও ১০ জুন র্যাব-১২ বগুড়া স্পেশাল কোম্পানী এর সদস্যগণ, কোম্পানী কমান্ডার সিনিয়র এএসপি সুমিত চৌধুরী এর নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এই অভিযানে গত শনিবার রাত ১০ টায় র্যাব দল সাদা পোষাকে ক্রেতা সেজে বগুড়া শহরের বাদুরতলা এলাকা হতে ওই এলাকার মঞ্জু শেখের পুত্র বিপ−ব ওরফে শেলু শেখ (৩৫) কে ৩৫,৭৮৮ টাকার বিভিন্ন মূল্য মানের ৫,৬৪৬ টি কোর্ট ফি স্ট্যাম্প সহ আটক করে। তার দেয়া তথ্য অনুযায়ী রোববার বিকেল ৪ টায় নূরানী মোড় এলাকায় একটি প্রেস (নাম নাই) হতে ৩,২২,৩২০ টি বিড়ির ব্যান্ড রোল, সিগারেটের ৭৫৬ টি ব্যান্ড রোল, হাউজি শিট ৮৫০ টি, ব্যান্ড রোলের পজিটিভ ১৪ টি, পে−ট ১ টি, হাউজি পে−ট ১৯ টিসহ বগুড়ার মধ্য পাড়ার আঃ জোব্বার মোল্লার পুত্র মোঃ রাজু আহম্মেদ রঞ্জু (৩২) কে আটক করে এবং প্রেসের সকল যন্ত্রপাতি জব্দ করে। প্রেসের অন্য তিন জন অংশীদার র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এছাড়া গতকাল রোববার ভোরে বগুড়া সদর থানার নামুজা ইউনিয়নের ছোট ট্যাংরা গ্রাম হতে আঃ করিম ফকিরের পুত্র পুরাকীর্তি ব্যবসায়ী মোঃ নূরুল ইসলাম (৫৯) কে ৪০ টি প্রাচীন মুদ্রা এবং গুপ্ত যুগের রাধাকৃঞ্চের পোড়ামাটির পূনাঁঙ্গ মূর্তি, ব্রোঞ্জের বালা, মালা তৈরীর সাদা এবং লালচে রংয়ের পাথর ২৯ প্রকার দ্রব্যাদি উদ্ধার ও জব্দ করে। গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় পৃথক মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন।
Discussion about this post