Home / দেশ / মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৩ এর দ্বিতীয় দিন শুক্রবার ছিল মানুষের ঢল

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৩ এর দ্বিতীয় দিন শুক্রবার ছিল মানুষের ঢল

পাবনা থেকে মোবারক বিশ্বাস ঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন পরিষদের আয়োজনে পাবনা রফিকুল ইসলাম বকুল পৌর মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৩ এর দ্বিতীয় দিন শুক্রবার ছিল মানুষের ঢল। সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেছে মধ্য রাত পর্যন্ত। শুক্রবার সন্ধায় স্বাধীনতা দিবস উদ্যাপন পরিষদের আহবায়ক পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক খন্দকার প্রিন্স এর সভাপত্তিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন শামসুর রহমান শরীফ ডিলু এমপি, মুক্তিযোদ্ধা বেবী ইসলাম, আনোয়রুল হক, ডা. মনোয়ারুল আজিজ, আব্দুল মতিন খান, মুক্তিযোদ্ধা চন্দন কুমার চক্রবর্তী, আব্দুল হামিদ মাষ্টার, নাদিরা ইয়াসমিন জলি, আমিরুল ইসলাম রাঙা। অনুষ্টানে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অসামান্য অবদান রাখান জন্য ৫ জনকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়। তারা হলেন- বীর মুক্তিযোদ্ধা শহিদ নজরুল ইসলাম বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা শহিদ মোশারফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা শহিদ মনসুর হোসেন, বীর মুক্তিযোদ্ধা শহিদ জাহাঙ্গীর সেলিম, বীর মুক্তিযোদ্ধা শহিদ আব্দুল হামিদ। পরে বিশিষ্ট সংগীত শিল্পী রিজিয়া পারভীন এর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

About

আরও পড়ুন...

প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠায় সোচ্চার হতে হবে

দাতা সংস্থা সিডিডি ও সিবিএমের সহযোগিতায় এবং বেসরকারী উন্নয়ন সংগঠন যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা (জেএসইউএস) …