
কুয়েতে প্রবাসী বাংলাদেশি ক্রিকেট প্রেমীদের প্রাণের স্পন্দন বিভিন্ন ক্রিকেট ক্লাব। তাদের মধ্যে অন্যতম জনপ্রিয় ক্লাব বিডি টাইগার ক্রিকেট ক্লাব। শুক্রবার রাতে কুয়েত সিটির বিখ্যাত রাজবাড়ী হোটেলের হল রুমে এক আনন্দঘন পরিবেশে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্লাবের খেলোয়াড়দের মাঝে নতুন জার্সি বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা হেবজু মিয়া। পুরো আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ক্লাবের দুই উদ্যমী সংগঠক মোয়াজ্জেম হোসেন এবং সাইফ গাজী। সাইফ গাজী ও কবির এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েত এর সভাপতি জাহাঙ্গীর খান পলাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েত এর উপদেষ্টা ও বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত এর সভাপতি বিশিষ্ট সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমন, বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েত এর সিনিয়র সহ সভাপতি সারওয়ার্দী সারোয়ার, ফখরুল ইসলাম, বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত এর সাধারণ সম্পাদক আ হ জুবেদ, সংগঠনের উপদেষ্ঠা মেহেদী রুবেল। আরও উপস্থিত ছিলেন ইসমাইল সোবহান, আতিউরজামান সোহাগ, রিমন মিয়াসহ অনুষ্ঠানে কুয়েতে পরিচিত ক্রীড়া সংগঠক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলা কেবল বিনোদন নয়, এটি শৃঙ্খলা, বন্ধুত্ব এবং দেশপ্রেমের অন্যতম মাধ্যম। প্রবাসের মাটিতে ক্রিকেট আমাদের ঐক্যের বড় নিদর্শন। এই ধরনের আয়োজন কুয়েতে প্রবাসী তরুণদের মানসিক শক্তি যোগায় এবং সুস্থ সংস্কৃতিতে সম্পৃক্ত রাখে বলে মত বক্তাদের। বিদেশের মাটিতে দেশের সুনাম রক্ষায়ও বিশেষ অবদান খেলোয়াড়দের। নতুন জার্সি হাতে পেয়ে খেলোয়াড়দের মাঝে ছিলো উচ্ছ্বাস আর উদ্দীপনা। তারা জানান, এই নতুন জার্সি তাদের জন্য শুধু পোশাক নয়, বরং আত্মবিশ্বাসের প্রতীক। বিডি টাইগার ক্রিকেট ক্লাব আগামী ম্যাচগুলোতে আরো ভালো পারফরম্যান্সের প্রতিশ্রুতি দেন। বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েত এর নেতৃবৃন্দ আগামীতে আরো বড় পরিসরে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে বলে আয়োজকরা জানিয়েছেন। ক্লাবের লক্ষ্য, কুয়েত প্রবাসী তরুণদের খেলাধুলার মাধ্যমে ইতিবাচক এবং গঠনমূলক কাজে সম্পৃক্ত রাখা।
Discussion about this post