আমি একজন শখের পথিক
-মঈন উদ্দিন সরকার সুমন
আমি এক সাধারণ পথিক,
কর্মের ফাঁকে শখের ছায়ায় হাঁটি,
নিরালায় ভাবনার জাল বুনি।
চোখে ভেসে ওঠে পাহাড় পর্বত, নদী,
মরু, সাগরের ঢেউ কিংবা খাল-বিলের ঝরু।
ক্যামেরা কাঁধে ছবি তুলি চুপিচুপি,
শব্দের আঁচরে কাগজে আঁকি অনুভূতির ছবি।
শুধুই ভ্রমণ নয়, জীবনকে দেখি,
শিখি প্রতিনিয়ত ইতিহাস ঐতিহ্যের লেখা লিখি।
কখনো মাঠে, খেলা প্রেমিকের হাত ধরে,
কখনো প্রবাসী কৃষকের ঘামে জীবন গড়ে।
গুণিজনের কাছে নিই অভিজ্ঞতার দীপ্তি,
দুখী মানুষের পাশে খুঁজি মানবতার আত্ম-উপলব্ধি।
অল্প জানার মাঝে বলি কিছু কথা,
নিজ অভিজ্ঞতার আলোয় খুঁজি জীবনের ব্যাখ্যা।
তবুও শেখার পিপাসা থেমে যায় না কভু,
মনের কোণে ধ্যান, ভাবনারা জাগে।
জীবন চলার পথে শখ নয় শুধু বাহন,
এ এক আত্মার খোরাক, মনের পাথেয়,
একটি ছবি, একটি কবিতা কিংবা নিঃশব্দে বলা প্রার্থনা ,
তাতেই খুঁজে পাই জীবনের পরিপূর্ণতা।
আমি একজন শখের পথিক
Discussion about this post