
৫ই আগষ্ট ফ্যাসিবাদের পতন ও গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও প্রামান্য চিত্র প্রদর্শন এর আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, কুয়েত শাখা। কুয়েত সিটির রাজবাড়ী হোটেলে ৭ আগষ্ট বৃহস্পতিবার রাতে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সৈয়দ আরিফুল ইসলাম রাসেল, প্রস্তাবিত সাধারণ সম্পাদক সায়রুল আমিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কুয়েত বিএনপির সাবেক সভাপতি মাহফুজুর রহমান মাহফুজ, সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম এনাম, সিনিয়র সহ সভাপতি আব্দুল কাদের মোল্লা , সাংগঠনিক সম্পাদক শেখ মোস্তফা কামাল, সিনিয়র নেতা জালাল আহম্মেদ চুন্নু মোল্লা, নাছির উদ্দিন হাওলাদার, ইলিয়াস চৌধুরী , আব্দুল কাদের সহ কুয়েত বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলের বহ নেতৃবৃন্দ। ৫ই আগস্ট বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অবিস্মরণীয় দিন। এই দিনটিতে দীর্ঘদিনের কর্তৃত্ববাদী শাসন ও ফ্যাসিবাদী দমননীতির অবসান ঘটে। অসংখ্য শহীদ, আহত ও নিখোঁজ মানুষের ত্যাগের বিনিময়ে, জনতার ঐক্যবদ্ধ আন্দোলন শাসকের পতন নিশ্চিত করে। প্রামান্য চিত্র প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরা হয় এসব চিত্র। ৫ আগস্ট শুধু একটি দিন নয় এটি বাংলাদেশের মানুষের সাহস, ঐক্য এবং স্বাধীনতার প্রতি অবিচল অঙ্গীকারের প্রতীক। ফ্যাসিবাদের পতন আমাদের মনে করিয়ে দেয় যে কোনো দমননীতি চিরকাল টিকে থাকতে পারে না জনতার শক্তি সর্বশক্তিমান। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই দিনটি একটি জীবন্ত ইতিহাস, যা আমাদের গণতান্ত্রিক চেতনা চিরজাগরুক রাখবে।

Discussion about this post