কুয়েতের গনমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, মাদকবিরোধী নতুন আইন আগামী ১৫ ডিসেম্বর ২০২৫ থেকে কার্যকর হতে যাচ্ছে। এই আইনে মাদক পাচার, ব্যবহার ও সংশ্লিষ্ট গুরুতর অপরাধের ক্ষেত্রে মৃত্যুদণ্ড সহ সর্বোচ্চ শাস্তি নির্ধারণ করা হয়েছে। এক সরকারি বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, নিম্নোক্ত পরিস্থিতিতে মৃত্যুদণ্ড প্রযোজ্য হবে। মৃত্যুদণ্ডের আওতাভুক্ত অপরাধসমূহ মাদক-সম্পর্কিত অপরাধ সংঘটনে কোনো সংগঠন বা গ্যাং প্রতিষ্ঠা বা পরিচালনা করা। জোরপূর্বক বা প্রতারণার মাধ্যমে অন্য ব্যক্তিকে মাদক সেবনে বাধ্য করা, কিংবা অজান্তে শরীরে প্রবেশ করিয়ে দেওয়ার ফলে ভুক্তভোগীর মৃত্যু ঘটানো। অন্যের শরীরে অজান্তে মাদক প্রয়োগ করে তাকে দোষী সাব্যস্ত করানো বা প্রমাণ গোপন করার উদ্দেশ্যে ফাঁসানো।
একই ধরনের অপরাধে পুনরায় দোষী সাব্যস্ত হওয়া, অর্থাৎ অপরাধের পুনরাবৃত্তি। মাদক অপরাধে কোনো নাবালক বা মানসিকভাবে অসুস্থ ব্যক্তিকে ব্যবহার করা। কারাগার, থানা, পুনর্বাসন বা আসক্তি নিরাময় কেন্দ্র, উপাসনালয়, শিক্ষাপ্রতিষ্ঠান বা স্পোর্টস ক্লাবের ভেতরে মাদকসংক্রান্ত অপরাধ সংঘটন। সরকারি পদ বা ক্ষমতার অপব্যবহার করে মাদক-সম্পর্কিত অপরাধ করা। ব্যক্তিগত ব্যবহারের জন্য কোনো নাবালকের কাছে মাদক বা সাইকোট্রপিক পদার্থ সরবরাহ করা। মন্ত্রণালয় জানিয়েছে, সমাজকে মাদকমুক্ত করতে ও অপরাধ দমনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে এই কঠোর আইন বাস্তবায়ন করা হচ্ছে।







Discussion about this post