মোশাররফ হোসেন শুভ, ময়মনসিংহ থেকে ॥ বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের ২০১২-২০১৩ অর্থ বছরের জন্য ১২৩ কোটি ৭৫ লক্ষ টাকার বাজেট অনুমোদন করা হয়েছে । বিশ্ববিদ্যালয় কর্তৃক ২০১২-২০১৩ অর্থ বর্ষের জন্য প্রনিত ১৪০ কোটি ৯৪ লক্ষ ৪৭ হাজার টাকা চাহিদার বিপরীতে বশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (বিমক) কর্তৃক ১২৩ কোটি ৭৫ লক্ষ টাকার সিলিং নির্ধারণ করে দেয়া হয়েছে।
সম্প্রতি (২৫ জুন ২০১২) অনুষ্ঠিত ফিন্যান্স কমিটির সভার প্রদত্ত সুপারিশানুযায়ী সিন্ডিকেটের ২৯৯তম অধিবেশনে (২৯ জুন ২০১২ তারিখে অনুষ্ঠিত) বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের ২০১২-২০১৩ অর্থ বছরের জন্য এই বাজেট অনুমোদন করা হয় ।
২০১২-২০১৩ অর্থ বর্ষের রিকাষ্ট বাজেট বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশন (বিমক) কর্তৃক সরকারী অনুদান হিসেবে ১১৮১৫.০০ লক্ষ টাকা এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সূত্র থেকে আয় হিসেবে ৫৬০.০০ লক্ষ টাকাসহ সর্বমোট আয় ধার্য করা হয়েছে ১২৩৭৫.লক্ষ টাকা। উক্ত বাজেটে বেতন ভাতাদি খাতে ৭৫৪০.০০ লক্ষ টাকা, পেনশন খাতে ২৫৫০.০০ লক্ষ টাকা ও কন্টিনজেন্সী খাতে ২২৮৫.০০ লক্ষ টাকা ধার্য করা হয়েছে। ধার্যকৃত কন্টিনজেন্সী বরাদ্দের মধ্যে সাধারণ আনুষংগিক খাতে ধার্য করা হয়েছে ১১৮৮.৪৮ লক্ষ টাকা , শিক্ষা আনুষংগিক খাতে ধার্য করা হয়েছে ৭৫৪.৮২ লক্ষ টাকা, মেরামত ও সংরক্ষণ (রক্ষণাবেক্ষণ) খাতে ধার্য করা হয়েছে ১৯১.৭০ লক্ষ টাকা ও সম্পদ সংগ্রহ/ক্রয় খাতে ১৫০.০০ লক্ষ টাকা
ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ রফিকুল হকের সভাপতিত্বে ২৫ জুন ২০১২ তারিখে অনুষ্ঠিত ফিন্যান্স কমিটির সভায় এবং ২৯ জুন ২০১২ তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ জনাব মোঃ ইদ্রিস আলী ২০১২-২০১৩ অর্থ বর্ষের মূল রিকাষ্ট বাজেট এবং ২০১১-২০১২ অর্থ বর্ষের সংশোধিত রিকাষ্ট বাজেট উপস্থাপন করেন।
কোষাধ্যক্ষ জনাব মোঃ ইদ্রিস আলী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশন (বিমক) কর্তৃক ধার্যকৃত সিলিং অনুযায়ী প্রণীত ২০১২-২০১৩ অর্থ বর্ষের মূল রিকাষ্ট বাজেটে ২০১১-২০১২ অর্থ বর্ষের সংশোধিত রিকাষ্ট বাজেটের চেয়ে বরাদ্ধের পরিমান ১.৫৬% বৃদ্ধি পেয়েছে যদ্বারা আগামী অর্থ বছরের স্বাভাবিক খরচ মিটাতে বেগ পেতে হবে বিধায় ২০১২-২০১৩ অর্থ বর্ষের সংশোধিত বাজেট প্রণয়ন কালে বিশ্ববিদ্যালয়ের বাস্তব চাহিদা অনুযায়ী বরাদ্দ নির্ধারণের জন্য বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনসহ সংশি¬ষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানানো হয় ।
ভালুকায় বাস ট্রাক মুখোমুখী সংঘর্ষে নিহত ৩ : আহত ৩০
মোশাররফ হোসেন শুভ, ময়মনসিংহ থেকে ॥ ময়মনসিংহের ভালুকায় মিল শ্রমিতকদের বহনকারী একটি বাস ও বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলে এক ব্যক্তি ও হাসপাতালে নেয়ার পর দুইজন মারা গেছেন। এ সময় অন্তত ৩০ মিল শ্রমিক আহত হন। আহতদের ভালুকা স্বাস্থ্যকমপে¬ক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার কাঠালী রাসেল স্পিনিং মিলের সামনে মাস্টারবাড়ি স্কয়ার মিলের শ্রমিক বহনকারী বাসের সাথে ময়মনসিংহগামী ট্রাকের (ঢাকা মেট্রো-ড-১৪-৩৩১৬) মুখোমখী সংঘর্ষ হলে ট্রাক ও বাসের সামনের অংশ ধূমড়েমুচড়ে যায় এবং রাস্তার পশ্চিম পাশে খাদে পড়ে যায়। এ সময় ট্রাক চালক মোখলেছুর রহমান (৩৮) ঘটনাস্থলেই মারা যান। আহতদের ভালুকা স্বাস্থ্যকমপে¬ক্সে নেয়ার পর ট্রাক যাত্রী ইউসূফ আলী (৩৫) ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর ট্রাক যাত্রী রাকিব (৪০) মারা যান। আহতরা হলেন, ফয়সাল (৩০), সাদিক (৩১), নাজমুল (১৮), রুবেল (১৯) ও ট্রাকেরর হেলপার মিস্টারসহ (৩০) ৩০ জন আহত হয়েছেন। আহতদের ভালুকা স্বাস্থ্যকমপে¬ক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ঠিকাদার মাসুদের বিরুদ্ধে কাঁচিঝুলি-কলেজরোড জামে মসজিদের ইট আতœসাতের অভিযোগে চাঞ্চল্য !
মোশাররফ হোসেন শুভ, ময়মনসিংহ থেকে ॥ ময়মনসিংহ শহরের কাঁচিঝুলি-কলেজ রোড জামে মসজিদের এক ট্রিপ ইটের ১৪ হাজার টাকা আতœসাত করেছেন শহরের কাঁচিঝুলি গোলাপজান রোডের ঠিকাদার মাসুদ। মসজিদ কমিটির পক্ষ থেকে চিঠি দেয়ার পরেও তার টনক না নড়ায় স্থানীয় বাসিন্দাদের মাঝে প্রচন্ড ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সূত্র জানায়, ঠিকাদার মাসুদ তার বাসার পাশের সিদ্দিক মাষ্টার রোডের মসজিদের নির্মাণ কাজের জন্য কাঁচিঝুলি-কলেজ রোড জামে মসজিদ থেকে এক ট্রিপ ইট নেন। মাত্র এক মাস পরেই ওই ইট ফেরত দেবার কথা ছিল তার। কিন্তু তিনি এ নিয়ে ছলচাতুরি শুরু করায় ক’দিন আগে মসজিদ কমিটি তাকে চিঠি ইস্যু করে। এ চিঠির পর গেল মাসের ১০ জুন ছিল তার ইট দেবার শেষ তারিখ। কিন্তু তিনি সেই সময় পেরিয়ে গেলেও ইট ফেরত না দেয়ায় স্থানীয় বাসিন্দা ও মুসল্লীদের মাঝে প্রচন্ড ক্ষোভ বিরাজ করছে। এ বিষয়ে ঠিকাদার মাসুদের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
Discussion about this post