নোয়াখালী : কোন প্রতিবন্ধকতায় হার মানতে রাজী নয়। প্রতিবন্ধী হলেও নিজেকে প্রকৃত মানুষ রুপে বলিয়ান করতে প্রাথমিক, মাধ্যমিক পেরিয়ে এবার ২০১৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়ে পা দিয়ে লেখে পরীক্ষা দিচ্ছেন নোয়াখালী সরকারী কলেজের মানবিক বিভাগের শারীরিক প্রতিবন্ধী শারমিন আক্তার । এইচ এস সি পরীক্ষার প্রথম দিনে সোনাপুর ডিগ্রি কলেজ কেন্দ্রে গিয়ে দেখা যায় শারীরিক প্রতিবন্ধী শারমিন আক্তার (রোল নং ৩৫০০৫৪)অন্যান্য ছাত্র-ছাত্রীদের সাথে একই সারিতে বসে পরীক্ষা দিচ্ছে। পরীক্ষা দিতে সমস্যা হচ্ছে কিনা এমন প্রশ্নে শারমিন জানায় একটু সমস্যা হচ্ছে ,তবে সবার সাথে বসে পরীক্ষা দিতে ভালো লাগছে।এদিকে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন কালে নির্বাহী ম্যাজিষ্ট্যোট শরিফুল ইসলাম শারমিনের খোঁজ খবর নেন। এসময় তিনি বলেন শারীরিক প্রতিবন্ধীদের জন্য সকল ধরনের ব্যবস্থা রয়েছে। কেন্দ্র সচিব মোয়াজ্জেম হোসেন বলেন, শারীরিক প্রতিবন্ধীর জন্য অতিরক্ত সময়সহ তার পরীক্ষা দেয়ার সকল সুবিধা প্রদান করা হবে। সে চাইলে যে কোন ধরনের সুবিধা গ্রহন করতে পারবে।
Discussion about this post