কুয়েত এয়ারওয়েজ টার্মিনাল ৪-এ যাত্রীদের ভ্রমণ আরও সহজ ও দ্রুত করতে চালু করেছে আধুনিক সেলফ-সার্ভিস চেক-ইন সিস্টেম। কুয়েত এয়ারওয়েজের যাত্রীরা এখন নিজেরাই খুব সহজে ও দ্রুততার সঙ্গে সেলফ-সার্ভিস এর মাধ্যমে চেক ইন করতে পারবেন, বড় লাইনের অপেক্ষা ছাড়াই। নতুন এই সিস্টেমে যাত্রীরা নিজেরাই করতে পারবেন ব্যাগেজ ওজন, বোর্ডিং পাস প্রিন্ট, সম্পূর্ণ চেক-ইন । এ ব্যাপারে কুয়েত এয়ারওয়েজের চেয়ারম্যান ক্যাপ্টেন আল-ফাকান বলেন, এই গ্রীষ্মে যাত্রীদের যাত্রা যেন আরো সহজ, স্মার্ট এবং দ্রুত হয়, সেটাই আমাদের অঙ্গীকার। স্ব-সার্ভিস চেক-ইন প্রযুক্তি আমাদের যাত্রীসেবায় একটি যুগান্তকারী পদক্ষেপ। শিগগিরই এই নতুন সেবার সুবিধা ব্যাখ্যা করে একটি ভিডিও গাইড প্রকাশ করা হবে, যাতে প্রথমবার ব্যবহারকারীরাও সহজেই বুঝতে পারেন কিভাবে এটি ব্যবহার করবেন। উল্লেখযোগ্য সুবিধাসমূহ হলো দীর্ঘ লাইন থেকে মুক্তি, সময়ের সাশ্রয়, প্রযুক্তিনির্ভর দ্রুত সেবা। যাত্রার শুরুটা হোক আরামদায়ক ও স্মার্ট! কুয়েত এয়ারওয়েজের নতুন এই উদ্যোগ নিঃসন্দেহে যাত্রীদের জন্য সময়োপযোগী এবং প্রশংসনীয় এক পদক্ষেপ।
Discussion about this post