বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার দ্রুত আরোগ্য ও সুস্থতার জন্য বিশ্ব জুড়ে রাজনৈতিক ও সামাজিক নানা মহল থেকে দোয়া ও প্রার্থনার আয়োজন চলছে। এই ধারাবাহিকতায়, কুয়েতে বিএনপি বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছে। রবিরার রাতে কুয়েত সিটির রাজবাড়ী রেস্টোরেন্টের হল রুমে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিলে আয়োজন করে কুয়েত বিএনপি। কুয়েত বিএনপির সাবেক সহ সভাপতি মাইন উদ্দিন মাইন এর সভাপতিত্বে এবং সাবেক যুগ্ম সম্পাদক আখতারুজ্জামান মোহাম্মদ শামস এর পরিচালনায় কুয়েত বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, কুয়েত বিএনপির সিনিয়র নেতা সোয়েব আহমেদ, ইউসুফ পাটোয়ারী, জায়েদুর রহমান, মীর মোসারফ হোসেন, লিটন মিয়াজী, সেলিম খান, জাফর ইকবাল পলাশ, ফাইজুর রহমান সুমন সহ আরো অনেকে। দেশনেত্রীর দ্রুত আরোগ্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অংশ নেন প্রবাসী নেতা কর্মীরা।









Discussion about this post