কুয়েতে কঠোর আইন সত্ত্বেও কিছু বিদেশি নাগরিক ভ্রমণ ভিসায় এসে ভিক্ষাবৃত্তিতে জড়িয়ে পড়ছেন। সর্বশেষ ঘটনায় পশ্চিম আবদুল্লাহ আল-মুবারক এলাকায় ভিক্ষাবৃত্তির অভিযোগে জর্ডানের এক নারী ও তার স্বামীকে গ্রেপ্তার করেছে কুয়েতি কর্তৃপক্ষ। জনশৃঙ্খলা রক্ষা ও নেতিবাচক আচরণ দমন করার চলমান নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে কুয়েতে ভিক্ষাবৃত্তির অভিযোগে জর্ডানের এক নারী ও তার স্বামীকে গ্রেপ্তার করেছে জননৈতিক নীতি রক্ষা ও মানব পাচার প্রতিরোধ বিভাগ। সূত্রে জানা গেছে,একুশ বছর বয়সী গ্রেপ্তারকৃত নারী সুরায়া আলী দারবিশ খাবরা পশ্চিম আবদুল্লাহ আল-মুবারক এলাকায় ভিক্ষাবৃত্তি করতে গিয়ে ধরা পড়েন। পরবর্তী তদন্তে প্রকাশ পায়, তার স্বামী রায়েদ আকেফ হুসেন বয়স ৩৫, যিনি তার পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন, তিনিও এ কাজে জড়িত। পরে তাকে গ্রেপ্তার করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, আইন অনুযায়ী ভিক্ষাবৃত্তি কুয়েতে সম্পূর্ণ নিষিদ্ধ এবং এই অপরাধে অভিযুক্ত ব্যক্তি ছাড়াও তার পৃষ্ঠপোষকের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হয়। বর্তমানে দম্পতিকে নির্বাসনের প্রক্রিয়া চলছে। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সমাজের জন্য ক্ষতিকর এ ধরনের অপরাধ দমন ও আইনের শাসন নিশ্চিত করতে তাদের অভিযান অব্যাহত থাকবে। তারা সতর্ক করে দিয়েছে, কুয়েতে এসে কেউ ভিক্ষাবৃত্তিতে জড়ালে শাস্তি ও নির্বাসন অনিবার্য হবে। কুয়েতে ভিক্ষাবৃত্তি নিয়ন্ত্রণে আইন কঠোর হলেও কিছু দেশের নাগরিক সুযোগের অপব্যবহার করে এই অপরাধে জড়িয়ে পড়ছেন, যা শুধু আইন ভঙ্গ নয়, দেশের ভাবমূর্তির জন্যও নেতিবাচক।
Discussion about this post