
কুয়েতে প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন সংগঠন সামাজিক কার্যক্রম চালিয়ে বেশ সুনাম অর্জন করেছে। বিশেষ করে প্রবাসী বাংলাদেশী বিভিন্ন সংগঠনের রক্তদান কর্মসূচি অনন্য। মাইজভাণ্ডারী শাহ এমদাদিয়া ব্লাড ডোনারস গ্রুপ কুয়েত শাখা রক্তদান কর্মসূচির আয়োজন করে। কুয়েত সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্ক জাবরিয়ায় সোমবার বিকালে রক্তদান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব সৈয়দ আহমদ হোসাইন মুহাম্মদ ইরফানুল হক মাইজভাণ্ডারী নায়েব সাজ্জাদানশীন ও মোন্তাজেমে দরবারে গাউছুল আজম মাইজভাণ্ডারী গাউছিয়া আহমদিয়া মঞ্জিল, মাইজভাণ্ডার দরবার শরিফ, ফটিকছড়ি, চট্টগ্রাম এর সাথে তিনি মাইজভাণ্ডারী শাহ এমদাদিয়া ব্লাড ডোনারস গ্রুপ ম্যানেজিং ট্রাস্টি ও দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট এর চেয়ারম্যান। মধ্য প্রাচ্যের অন্য দেশের মতো কুয়েতেও শাখা রয়েছে এই সংগঠনের। ইতিমধ্যে কাতার, সংযুক্ত আরব এমারাত সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সংগঠনটি রক্তদান কর্মসূচির আয়োজন করে। এরই ধারাবাহিকতায় শতাধিক সদস্য কুয়েতে রক্তদান কর্মসূচিতে অংশ নেন। বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং দুই দেশের মধ্যে ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় গুরুত্ব বহন করে বলে জানান সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের বাহারাইনের সমন্নয়ক মো: নিজাম উদ্দিন, সংযুক্ত আরব ইমারাত এর এনামুল হক এবং আন্তর্জাতিক সমন্নয়ক মো: সোহেল চৌধুরী, বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত এর সভাপতি সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমন, সাধারণ সম্পাদক সাংবাদিক আ হ জুবেদ, সাংবাদিক আলাল আহমদ সহ আরো অনেকে।
Discussion about this post