
কুয়েতে আত্মপ্রকাশ করেছে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স কমিটি। প্রবাসীদের সামাজিক অধিকার, সহায়তা ও ইতিবাচক বৈশ্বিক উপস্থাপনায় নতুন অঙ্গীকার নিয়ে একটি অরাজনৈতিক, সামাজিক ও ভ্রাতৃপ্রতীম সংগঠন হিসাবে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি প্রবাসীদের কল্যাণে কাজ করার প্রত্যয়ে কুয়েতেও তাদের কার্যক্রম চালু করেছে। সংগঠনটি বর্তমানে ৪০টি দেশে সক্রিয়ভাবে কার্যক্রম পরিচালনা করে আসছে বলে জানান সংগঠনের আহবায়ক মেহেদী হাসান সহ নেতৃবৃন্দরা। শুক্রবার জিলিব আল শুয়েখের জমজম রেষ্টুরেন্টের হলরুমে নতুন কমিটির পরিচিতি ও কুয়েত প্রবাসী সংবাদকর্মীদের সাথে মতবিনিময় সভায় সংবাদকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স কমিটির কুয়েত নেতৃবৃন্দরা। সংগঠনটির যোগ্যতা, দক্ষতা ও কর্মতৎপরতার মূল্যায়ন করে গত ১৪ নভেম্বর, এনসিপি ডায়াসপোরা এলাইন্স সেন্ট্রালের অনুমোদনে কুয়েতে ৩৫ সদস্যবিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কুয়েতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের সামাজিক, মানবিক ও সাংগঠনিক সহায়তা প্রদান, অধিকার রক্ষা, সমস্যা সমাধানে সহযোগিতা এবং জরুরি প্রয়োজনে পাশে দাঁড়ানো এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স কুয়েতের মূল লক্ষ বলে জানান তারা। এনসিপি ডায়াসপোরা এলাইন্স কুয়েত কমিটিতে যারা আছেন আহব্বায়ক মেহেদী হাসান, যুগ্ম আহব্বায়ক আনিসুর রহমান , সদস্য সচিব শাহাদাৎ হোসেন, অর্থ সচিব কামাল হোসেন এবং মোহাম্মদ আল আমিন, মিডিয়া ও প্রচার সমন্বয়ক সাইফুল ইসলাম, মুখ্য সংগঠক তানজিম হাসান, আবির আহাদ, নাসিরুদ্দিন অপু, মোহাম্মদ দিদার হোসেন , এনামুল হক। আঞ্চলিক কমিটি ফরওয়ানিয়া, আসিমা, হাওয়াল্লী চ্যাপ্টার এর আঞ্চলিক সমন্বয়ক খোরশেদ আলম , নির্বাহী সদস্য ইমাম হোসাইন, ফারুক শেখ, আরিফুল ইসলাম শুভ, সামাদ হোসেন, মোহাম্মদ বিপ্লব, মোহাম্মদ সাহিন দেওয়ান, মোহাম্মদ জাকির হোসেন, আরিয়ান খান, আল আমিন, আঞ্চলিক কমিটি আহমাদি, মোবারাক আল কাবির চ্যাপ্টার এর আঞ্চলিক সমন্বয়ক শাহ পরান, নির্বাহী সদস্য ইয়াছিন আরাফাত, নুর আলম, ইফরান মারুফ, মহিন উদ্দিন, ওয়াজেদ আলম, মোহাম্মদ নাসির, মোহাম্মদ বিলাল হোসেন, আমজাদ হোসেন, মোহাম্মদ আবুল হোসেন, হায়দার রাসেল, আজিজুল হক টিটু, আবু নাঈম। জাহরা অঞ্চলের আঞ্চলিক সমন্বয়ক রিয়াদ রাহি মাতব্বর, নির্বাহী সদস্য জাবিদ হোসেন, আজিজুল হক টিটু, মোহাম্মদ সুমন, শরিফুল ইসলাম, বিপ্লব হোসেন, মোহাম্মদ শুভ এবং মোহাম্মাদ সজিব। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত এর সভাপতি ও সময় টিভির প্রতিনিধি মঈন উদ্দিন সরকার সুমন, সাধারণ সম্পাদক ও বাংলা টিভির বিশেষ প্রতিনিধি আ হ জুবেদ, সিনিয়র যুগ্ম সম্পাদক ও যমুনা টিভির প্রতিনিধি হেবজু মিয়া, এটিএন নিউজের প্রতিনিধি আহাদ আম্বিয়া খোকন, গাজী টিভির প্রতিনিধি আলাল আহম্মদ সহ বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিগন।








Discussion about this post