
কুয়েতে সামার লীগ ক্রিকেট টুর্নামেন্টে পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা ও ভারতসহ এশিয়ার একাধিক দেশের দলকে হারিয়ে শিরোপা জিতেছে প্রবাসী বাংলাদেশিদের দল বাংলাদেশ ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব। এই জয়ের মাধ্যমে প্রবাসীরা আবারও প্রমাণ করলেন তারা শুধু রেমিটেন্স প্রেরণে নয় বিদেশের মাটিতে দেশের সুনাম রক্ষায়ও এগিয়ে। কুয়েতে বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সামার লীগ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫। দীর্ঘ তিন মাস খেলে শেষে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয় শুক্রবার, ৩০ জানুয়ারি, আল রায় ক্রিকেট গ্রাউন্ডে।

বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন কুয়েত এর ভারপ্রাপ্ত সভাপতি, মোঃ সোহরাওয়ার্দী সভাপতিত্বে এবং ইসমাইল সোবহান ও আতিউরজ্জামান এর সঞ্চালনায় শুক্রবার আল রাই ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের ফাইনাল। এতে প্রধান অতিথি ছিলেন টুর্নামেন্ট উপদেষ্টা মোঃ মাইন উদ্দিন। বিশেষ অতিথি অপারেশন চেয়ারম্যান মীর মোশাররফ হোসেন, বাংলাদেশ প্রেসক্লাব এর সভাপতি ও সংগঠনের উপদেষ্টা মঈন উদ্দিন সরকার সুমন, টুর্নামেন্ট উপদেষ্টা আক্তার উজ্জামান মোহাম্মদ শামস, শফিকুল ইসলাম, গোল্ডেন সালিম খান, সহ-সভাপতি কাশেদুল হোসেন, আবুল হাসেম, সাধারণ সম্পাদক মোয়াজ্জাম হোসেন, আনোয়ার কালাম সাংগঠনিক সম্পাদক। এই টুর্নামেন্টে বাংলাদেশসহ পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা ও ভারতের মোট ১০টি ক্লাব অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী দলগুলো হলো গুজরাট ক্রিকেট ক্লাব, জে.কে. ওয়ারিয়র্স, আলফা ক্রিকেট ক্লাব, গাল্ফ ক্যাভাল, জিলিব প্রবাসী ক্লাব, শাহা জি ইলেভেন, বেঙ্গল অ্যাভেঞ্জারস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, বাংলাদেশ ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব এবং জেলিব নাইট রাইডার্স।

প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে আয়োজিত টুর্নামেন্টর প্রশংসা করে বিদেশি খেলোয়াররা বলেন বাংলাদেশি কমিউনিটি খুব সুন্দরভাবে এই টুর্নামেন্ট আয়োজন করেছে। খেলাগুলো ছিল খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ফাইনাল ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জেলিব নাইট রাইডার্স। নির্ধারিত ২০ ওভারে তারা ৮ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৯৪ রান। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব শুরুতে কিছুটা চাপে পড়ে। তবে শেষ পর্যায়ে সোহাগ জাসিমের ব্যাটে দুর্দান্ত প্রত্যাবর্তন করে দলটি। সোহাগ জাসিম মাত্র ৩৬ বলে ৮০ রানের এক দৃষ্টিনন্দন ইনিংস খেলেন।

অসাধারণ এই পারফরম্যান্সের জন্য তাকে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত করা হয়। নির্ধারিত ১৮ দশমিক ১ ওভারে ১৯৮ রান সংগ্রহ করে তিন উইকেটে জয় পায় বাংলাদেশ ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব। আয়োজকরা জানান প্রবাসীদের সহযোগিতা পেলে ভবিষ্যতে আরও বড় ও সুন্দর টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হবে। খেলা শেষে বিজয়ীদের হাতে শিরোপা ট্রফি ও প্রাইজমানি তুলে দেন অতিথিবৃন্দ। প্রধান অতিথি মোঃ মাইন উদ্দিন বলেন এই আয়োজন প্রমাণ করে, প্রবাসেও খেলাধুলার মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে সক্রিয় বাংলাদেশিরা। বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি উজ্জল করতে প্রবাসী বাংলাদেশিদের এই উদ্যোগ প্রশংসনীয়। ক্রীড়ার মাধ্যমে সৌহার্দ্য আর সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে প্রবাসী বাংলাদেশিদের এই উদ্যোগ প্রশংসিত হয়েছে বিদেশি খেলোয়াড়দের কাছেও।









Discussion about this post