কুয়েতে বাংলাদেশ দূতাবাসের নবাগত মাণ্যবর রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আসহাব উদ্দিন, এনডিসি, পিএসসি, ৪ নভেম্বর ২০১৩ কুয়েতের মহামাণ্য আমির শেখ সাবাহ আল আহমদ আল জাবের আল সাবাহ’র কাছে বয়ান প্রাসাদে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্য দিয়ে স্বীকৃত পত্র গ্রহন করেন।
Discussion about this post