মোশাররফ হোসেন শুভ, ময়মনসিংহ থেকে ॥ বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ে ‘সোসাইটি ফর প্যারাসাইটোলজি (বিএসপি) এর দ্বি-বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলন আগামী ১৪ জুলাই ২০১২ (শনিবার) বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যায়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ রফিকুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যথাক্রমে চট্টগ্রাম এ্যানিমেল সাইন্স অ্যান্ড ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. এস মাহফুজুল বারী, ভেটেরিনারি অনুষদের ডীন প্রফেসর ড. জালাল উদ্দিন আহমেদ এবং কমিউনিটি বেজ্ড মেডিক্যাল কলেজ অভ বাংলাদেশ (সিবিএমসির) এর অধ্যক্ষ প্রফেসর ড. মির্জা হামিদুল হক। বিএসপি এর সভাপতি প্রফেসর ড. মোঃ মোতাহার হোসেন মন্ডলের সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখবেন, অর্গানাইজিং কমিটির সভাপতি ড. কীর্তুণীয়া জুড়ান চন্দ্র এবং মহাসচিব প্রফেসর ড. মোঃ মকবুল হোসেন। সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ড. মোঃ আবদুল আলীম।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ১৯জন শিক্ষার্থীর পিএইচ. ডি ডিগ্রী লাভ
মোশাররফ হোসেন শুভ, ময়মনসিংহ থেকে ॥ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ২৯৯তম অধিবেশনে বিভিন্ন বিষয়ের ওপর মোট ১৯ জন শিক্ষার্থীকে পিএইচ. ডি ডিগ্রী প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত সাম্প্রতিক এক বিজ্ঞপ্তিসূত্রে এ তথ্য জানা যায়। পিএইচ.ডি ডিগ্রী প্রাপ্তদের নাম ও বিভাগ গুলো হচ্ছে – সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগ থেকে সুজিৎ কুমার বিশ্বাস, কীটতত্ত্ব বিভাগ থেকে মোঃ আব্দুল মান্নান, বায়োটেকনোলজি বিভাগ থেকে মোঃ মঈন উদ্দিন, রেজা মোহাম্মদ ইমন এবং তরিকুল ইসলাম, একোয়াকালচার বিভাগ থেকে মোঃ আনোয়ার হোসেন মন্ডল, প্যাথলজি বিভাগ থেকে মোঃ আতাউর রহমান ভূঞা, পশুবিজ্ঞান বিভাগ থেকে মোঃ আবদুল বাসেত, পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগ থেকে মোঃ মোহন মিয়া, কৃষি অর্থনীতি বিভাগ থেকে সৈয়দ মুহাম্মদ আবদুল্লাহ শিবলী এবং এফ আই এম গোলাম ওয়াহেদ সরকার, কৃষি শক্তি ও যন্ত্র বিভাগ থেকে মোঃ আনোয়ার হোসেন, কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগ থেকে সালমা লাইজু, পশুপুষ্টি বিভাগ থেকে গৌতম বুদ্ধ দাস, সীড সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগ থেকে মোঃ মাহমুদুল হাসান চৌধুরী, পরিবেশ বিজ্ঞান বিভাগ থেকে মোঃ রফিকুল ইসলাম, মৃত্তিকা বিজ্ঞান বিভাগ থেকে মোঃ আজিজুল হক ও মোঃ আব্দুস সালাম এবং কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগ থেকে মোঃ আবদুল কাদের। উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থী পিইচডি ডিগ্রী লাভ করায় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট ডিগ্রী অর্জনকারী শিক্ষার্থী এবং তাদের গবেষণা সুপার ভাইজারসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান।
ঢাকা থেকে অপহৃত কিশোরী ২২দিন পর গফরগাঁওয়ে উদ্ধার
মোশাররফ হোসেন শুভ, ময়মনসিংহ থেকে ॥ ঢাকা থেকে অপহরন হওয়ার ২২ দিন পর আজ সোমবার সকালে গফরগাঁও-ময়মনসিংহ রোডের বাগুয়া নামক এলাকা থেকে অপহৃতা জাফরিন আক্তার মুক্তাকে উদ্ধার করে পুলিশ। পুলিশসূত্রে জানা যায়, ঢাকার দক্ষিনখান কোটবাড়ি এলাকার জাহাঙ্গীর হোসেনের মেয়ে জাফরিন আক্তার মুক্তা (১৮) গত ১৭ জুন ভোরে গফরগাঁও উপজেলার জম্মেজয় গ্রামের আলফাজের ছেলে রুবেল মিয়া মুক্তাকে অপহরন করে কিশোরগঞ্জে তার এক আতœীয় বাড়িতে নিয়ে যায়। সেখানে ২ লাখ টাকা কাবিনমূলে কোর্ট ম্যারিজ করে। পরে মুক্তাকে নিয়ে রুবেল কিশোরগঞ্জ, গফরগাঁও ও ময়মনসিংহ সহ বিভিন্ন জায়গায় অবস্থান করে। এদিকে মুক্তার বাবা জাহাঙ্গীর হোসেন দক্ষিনখান থানায় রুবেলসহ ৮ জনকে আসামী করে গত ৩ জুলাই একটি অপহরন মামলা করে। মামলার সূত্র ধরে দক্ষিন খান থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম ও গফরগাঁও থানার উপ-পরিদর্শক তাজুল ইসলামসহ একদল পুলিশ গত দুই দিন কিশোরগঞ্জ, ময়মনসিংহ ও গফরগাঁওয়ের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে সোমবার সকালে গফরগাঁও থেকে ময়মনসিংহ যাওয়ার পথে উপজেলার বাগুয়া নামক এলাকা থেকে অপহরনকারী রুবেলসহ অপহৃত জাফরিন আক্তার মুক্তাকে উদ্ধার করে গফরগাঁও থানায় নিয়ে আসে। এ ব্যাপারে আফরিন আক্তার মুক্তা জানায়, আমার মা-বাবা জাকির শরীফ নামে এক বখাটে ছেলের সাথে জোরপূর্বক আমার বিয়ের দিতে চাওয়ায় আমি আমাদের বাড়ির বাড়াটে ফলব্যবসায়ী প্রেমিক রুবেলকে বিষয়টি অবগত করি। পরে রুবেল আমাকে নিয়ে আসতে অপারগতা প্রকাশ করলে আতœহত্যার হুমকি দিই। ফলে বাধ্য হয়ে রুবেল আমাকে নিয়ে গত ১৭ জুন পালিয়ে এসে কিশোরগঞ্জের কোর্টে ২ লাখ টাকার কাবিনমূলে বিবাহ বন্ধনে আবদ্ধ হই। এখন আমরা স্বামী-স্ত্রী। আমার বাবা আমার স্বামী ও তার পরিবারের লোকজনকে হয়রানী করার লক্ষে ৮ জনকে আসামী করে মিথ্যা অপহরন মামলা দিয়েছে। এ ব্যাপারে দক্ষিনখান থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, ধারনা করা হচ্ছে উভয়ের সাথে দীর্র্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। প্রেমের টানেই মুক্তা প্রেমিক রুবেলের হাত ধরে বাড়ি থেকে পালিয়ে আসে।
Discussion about this post