প্রতিবেদক আল আমিন রানাঃ আড়াইহাজার বল্লভদী কান্দা দাখিল মাদ্রাসা ও শাহ্ ওয়ালী আহমদ ( রহ:) এতিমখানার শিক্ষার্থীদের মাঝে নতুন শিক্ষাবর্ষের বিনামূল্যে নতুন বই বিতরণের মাধ্যমে উৎসবমূখর পরিবেশে আজ সকাল ১০ট্য়া হাইজাদী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃ আলী হোসেন ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী ,আলম মেম্বার,প্রধান শিক্ষক জোনায়েদ এবং সহকারী শিক্ষক দ্বিন ইসলাম, ওবাইদুল, আলমগীর, দেলোয়ারসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তি শিক্ষার্থীদের অভিভাকদের উপস্থিতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তোলে দেন। উলেখ্য মাদ্রাসাটি ১৯৯৭ সালে নারায়নগঞ্জ জেলার অন্তর্গত আড়াইহাজার থানাধীন হাইজাদী ইউনিয়নের বল্লভদী গ্রামে তৎকালীন চেয়ারম্যান মোহাম্মদ আলী সাহেবের দান কর্তৃক জমির উপর সনামধন্য পীরজাদা মাওলানা মিয়া মোহাম্মদ আইয়ূব ও সাবেক হাইজাদী ইউপি চেয়ারম্যান,এলাকার গণ্যমান্য ব্যক্তিদের প্রচেষ্টায় গড়ে উঠে বল্লভদী কান্দা দাখিল মাদ্রাসা ও শাহ্ ওয়ালী আহমদ (রহ:) এতিমখানা। বহু কষ্টে মাদ্রাসা কতৃপক্ষ মাদ্রাসাটি সঠিক রুপে চালিয়ে আসছে এবং আশে পাশের এলাকার ছেলে মেয়েদের কে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে ২০০৪ সালে মাদ্রাসাটি সরকারী সিকৃতি লাভ করে। বর্তমানে মাদ্রাসাটি শিক্ষার্থীদের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়ে সেই লক্ষে কোমলমতি শিক্ষার্থীদের আর্দশ নাগরিক হিসাবে গড়ে তোলার লক্ষে কাজ করে যাবে বলে এলাকাবসী আশা করেন। ক্ষুদ্র পরিশরে এত বৃহৎ একটি প্রতিষ্ঠান চালানো অসম্ভব তাই সচ্ছলতা ফিরেয়ে আনার জন্য সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেন সাবেক ছাত্রবৃন্দ ও এলাকাবাসী। সেই সাথে সরকারের সু দৃষ্টি কামানা করেন যেন এই প্রতিষ্ঠানটি অচিরেই এমপি ভুক্ত করা হয়।
Discussion about this post