সংস্কৃতি : সংস্কৃতি, সাংবাদিকতা, সাহিত্য এই তিনটি শব্দ অঙ্গাঅঙ্গিভাবে জড়িত,একাকার।তিনটি শব্দেরই প্রথম বর্ণ স।আর এই স বর্ণির ভেতর লুকিয়ে আছে অনেক সত্যের ও সততার সত্যানুভূতির,সাত্বিক মাহাত্ম্য। আমি এ সংস্কৃতি বলতে বুঝি সত্য দর্শণ।একটি জাতির জীবন প্রণালী থেকে ব্যক্তি বা পারিবারিক জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে ধর্মকর্ম,সুখদুঃখ, নানা ঘটনার সমষ্টিগত জীবনযাপন। আর ব্যাক্তি,সমাজ ও রাষ্ট্রের সত্য ও বাস্তব সবকিছুই সংস্কৃতির অর্ন্তভূক্ত। এখানে সংস্কৃতি একটি জাতির আবহমান জীবনধারা থেকে চলমান জীবনযাপন ও তার তার নানা ঘটনা,ইতিহাস, সুখদুঃখ, আনন্দ, বেদনার এক বহি:প্রকাশ।যা সাংবাদিক ও লেখকগণ তার ফিচার,প্রবন্ধ নিবন্ধে লিপিবদ্ধ করেন ও প্রকাশ।মানুষের দৈনন্দিন জীবনপ্রবাহও একটা সংস্কৃতি। একটি মানুষের জন্মদিন থেকে মৃত্যু দিবস পর্যন্ত।তার কর্ম,ধর্ম,পারিবারিক, সামাজিক, রাজনৈতিক দিকগুলোও লক্ষণীয়।তার ভাষা,কথোপকথন, গান,বাদ্য,নৃত্য, বিনোদন, অন্ন, বস্ত্র,বাসস্থান, ভূমি,শিক্ষা ও চিকিৎসা, খেলাধুলা মৌলিক ভাবে গ্রহণীয় ও অনুকরণীয়, লক্ষণীয়। তবে সংস্কৃতির মূল উপাদান ধরে নেওয়া হয়েছে, প্রতীক,ভাষা,নিয়ম,মূল্যবোধ ও শিল্পকলা। তবে সংস্কৃতিকে দু’ভাবে চিন্তা করা হয়।বস্তুগত আর অবস্তুগত। দৃশ্য ও অদৃশ্য। অদৃশ্য হলো চিন্তা চেতনা মনন।মানুষের ভেতরের কথা।মনের স্বাধীনতা। বলা যায় মানুষের জীবনধারার প্রতিচ্ছবিই সংস্কৃতি। এখানে তাদের জ্ঞান, বিশ্বাস,নৈতিকতা,আইনকানুন,প্রথা, ধর্ম ও ভৌগোলিক পরিবেশের উপর অনেকাংশে পরিলক্ষিত। অঞ্চলভেদে অনেক কিছু একই মানুষের জীবনযাপন একেক রকম হয়।বদলে যায় ভাষা ও পোশাকআশাক,পেশা।সমতল ও নদী এলাকা এবং গ্রামাঞ্চলের মানুষের চলাফেরা শহরের মানুষের সাথে মিলবে না।একই মানুষ পরিবেশ বদল করলে তার পেশাও বদলে যায়। সাংবাদিকতা: সাংবাদিকতা হলো সংবাদ সংগ্রহ প্রচারের কাজ।বিভিন্নঘটনাবলী,সমাজ,রাষ্ট্র,পরিবেশ,ধর্মীয় অনুষ্ঠান,উন্নয়ন,যুদ্ধ,বিজ্ঞান ও প্রযুক্তি,শিক্ষা, চিকিৎসা, বাসস্থান প্রভৃতি বিষয় নিয়ে মান সম্মত সংবাদ তৈরি করে মিডিয়ায় প্রচারের কাজ। এটি একটি কঠিন মহৎ পেশা।যেখানে থাকে জীবন-মরণ প্রশ্ন। যুদ্ধে যেখানে সাধারণ মানুষ পালিয়ে যায়, সেখানে সাংবাদিক ছোটে সে যুদ্ধক্ষেত্রে।করতে সংবাদ সংগ্রহ ও দৃশ্যপট, ছবির জন্যে। একটি সমাজের একটি জাতির সংস্কৃতির নানা ঘটনা থাকে।দৈনন্দিন, সাপ্তাহিক, মাসিক,ষান্মাসিক, বাৎসরিক ও যুগ সহ কয়েক শতাব্দীর নানা ঘটনা প্রবাহও সংবাদের বিষয়। আমাদের চারপাশের প্রকৃতি, মানুষ, পশুপাখি,নদীনালা বিলহাওড়, বনবনানী,অফিস আদালত,সমাজ,রাজনৈতিক, অর্থনীতি,ইতিহাস, প্রযুক্তি ইত্যাদি বিষয় নিয়ে তথ্য সংগ্রহ করে সাংবাদিক। আর এটি হলো সাংবাদিকতা।অধুনা বিশ্বে সাংবাদিকতার পরিমন্ডলও বিস্তৃত। পৃথিবী থেকে চাঁদ,মঙ্গলগ্রহ এবং আকাশ মন্ডলের নভোচারীর কর্মকান্ডও সংবাদ। এ সংবাদের ভেতর লুকিয়ে থাকে অনেক সত্যতা।কিন্তু এ দায় সাংবাদিকের।তিনি কতটা নৈতিক ও কতটা স্বচ্ছ। হলুদ সাংবাদিক ও অপরাজনীতি,অপসংস্কৃতির মাঝে নিজেকে কতটা স্বচ্ছ রাখতে ও লিখতে পেরেছেন। এখানে নির্ভর করে লেখার স্বাধীনতাও। সাহিত্য : সংস্কৃতি ও সাংবাদিকতার সাথে সাহিত্য কি যুক্ত। হ্যা,যুক্ত। সাহিত্য বিষয়ক সংবাদও সাংবাদিক সংগ্রহ করেন।এটিও তার সংবাদের উপাদান। আর সাহিত্যের মূল উপাদান হলো একটি জাতির সংস্কৃতি। তবে পুরো সৃষ্টিজগতের বিষয় ই সাহিত্যের বিষয়। দৃশ্য অদৃশ্যের বিষয়ও।সাহিত্য হলো গভীর দর্শন।যা গবেষণায় উঠে আসে।সাহিত্যিক তার নিপুণ জ্ঞান দ্বারা তা তার ভাষায় লিপিবদ্ধ করেন। সাহিত্য সংস্কৃতি একটি জাতির আয়না স্বরূপ। তা থেকে জানা যায় তাদের আচার-আচরণ জীবনযাপন কিরূপ। কিরূপ পারিবারিক সামাজিক বন্ধন,বিধিবিধান। তেমনি একটি ছড়া,কবিতা,গল্প, উপন্যাস,প্রবন্ধ, নিবন্ধেও তার প্রতিফলন ছোট ঘটনা দু:খ প্রবাহ লক্ষ্য করা যায়। একটি দেশ জাতি যত উন্নত তেমনি তার সংস্কৃতিও উন্নত হয়।কেননা,মানুষের জীবনযাপনইতো সংস্কৃতি আর সাহিত্যের উপাদান।






Discussion about this post