কুয়েতের আনাচে কানাচে অনেক প্রতিভাবান প্রবাসী আছেন যারা কর্মের ফাঁকে সাহিত্য চর্চা করে যাচ্ছেন। আবার না জানা না চেনা অনেক প্রতিভাবান কবি লেখক আছেন যারা শত কর্মব্যাস্ততার মাঝেও লিখে যাচ্ছেন কবিতা, প্রকাশ করছেন বই। সে সকল প্রতিভাবান প্রবাসী লেখকদের উৎসাহ দিতে সম্মাননা জানায় কুয়েত থেকে প্রকাশিত প্রথম বাংলা অনলাইন মিডিয়া বাংলার বার্তা www.banglarbarta.com কুয়েতে অগনিত লেখকের মাঝে অপরিচিত লেখক মোঃ নজরুল ইসলাম বাবু। ছাত্র জীবনের সাহিত্য চর্চা এখনো ধরে রেখেছেন। তার প্রকাশিত বইয়ের নাম ”হৃদয়ে রক্তক্ষরণ” । এমন আরো কবি লেখক যারা কুয়েতে অবস্থান করছেন তাদের খুঁজে আমরা।
ইমেইলে যোগাযোগ করার অনুরোধ রইলোঃ
banglarbarta7@gmail.com









Discussion about this post