গত ৭ই আগস্ট কুয়েতের আব্বাসিয়ার কিং রেস্টুরেন্টে প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সচেতন, অধিকার আদায় ও সম্মাননা প্রতিষ্ঠা করার অঙ্গীকার নিয়ে গঠিত প্রবাসীদের প্রিয় সংগঠন রেমিট্যান্স যোদ্ধা সোসাইটি কুয়েতের অনাড়ম্বর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। সোসাইটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে সভাপতি আ ক ম আজাদ এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক এস আর তারেকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ও প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নের দাবিতে বক্তব্য রাখেন প্রবাসী ভোটাধিকার পরিষদ কুয়েতের যুগ্ন আহ্বায়ক মাওলানা মোঃ লিয়াকত, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী অধিকার পরিষদ কুয়েতের সহ-সভাপতি ইউনুস মাহমুদ মিয়াজী, কুমিল্লা প্রবাসী কল্যাণ সংস্থার সহ-সভাপতি মোঃ মহিউদ্দিন মজুমদার, রেমিট্যান্স যোদ্ধা সোসাইটি কুয়েতের সহ-সভাপতি হাফেজ সাইফুল ইসলাম, আমির হোসেন মজুমদার, আব্দুস সালাম মুন্সি, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক মারুফ আল আমিন প্রমুখ। উক্ত অনুষ্ঠানে প্রবাসী নেতৃবৃন্দগণ অন্তর্বর্তীকালীন সরকারকে হুশিয়ার করে বলেন “প্রবাসীদের ভোটাধিকার ব্যতীত নির্বাচন আয়োজন করা হলে আবারো প্রবাসীরা রেমিটেন্সে শাটডাউনের মতো কঠিন সিদ্ধান্তে যেতে বাধ্য হবে।” নির্বাচন কমিশনের বক্তব্য অনুযায়ী প্রবাসীরা ভোট দেবেন পোস্টাল ব্যালটে, ভোটের রেজিস্ট্রেশন,ভোট প্রদান পূর্বক পোস্ট অফিসে প্রেরণ,নির্বাচন কমিশন সমন্বয়পূর্বক যথাযথ বাক্সে জমা ও গণনা ইত্যাদি বিষয়ে প্রবাসীরা এখনো চিন্তামুক্ত হতে পারেননি। নেতৃবৃন্দ একবাক্যে ঘোষণা করেন ” প্রবাসীদের ভোটাধিকার সুনিশ্চিত না হলে বাংলাদেশে কোন নির্বাচন হতে দেয়া হবে না। প্রবাসীরা আদালতের আশ্রয় নিবেন বলে কঠোর হুশিয়ারি প্রদান করেন। অনুষ্ঠানে কুয়েতের বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও সামাজিক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নৈশ ভোজের মাধ্যমে প্রাণবন্ত অনুষ্ঠানটির পরিসমাপ্তি ঘটে।
Discussion about this post