কুয়েতের ইতিহাসে বাংলাদেশ নিয়ে হয়তো নতুন একটি অধ্যায় সৃষ্টি হবে। কুয়েতে অনুষ্ঠিতব্য কুয়েত চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (কেসিসিআই)-তে দ্বিপাক্ষিক বৈঠকে যোগদানের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং শীর্ষ ব্যাবসায়ী নেতৃবৃন্দের একটি দল কুয়েতে আসছেন। কুয়েতের ইতিহাসে বাংলাদেশের জন্য নতুন একটি অধ্যায় সৃষ্টি হবে। এই প্রথমবারের মতো কুয়েত চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (কেসিসিআই) ব্যাবসায়ীদের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সভার আয়োজন করেছে বাংলাদেশ দূতাবাস কুয়েত। কুয়েতের বর্তমান রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন দায়িত্ব নেওয়ার পর থেকে প্রবাসীদের কল্যাণে অনেকগুলো পদক্ষেপ নিয়েছেন। নতুন ভিসায় কুয়েতে এসে প্রবাসীদের ভুগান্তি লাগবে ভিসা সত্যায়নে কঠোরতা, দূতাবাসে প্রতিমাসে গণশুনানি ও কাজের জবাবদিহিতা নিশ্চিত করা, দূতাবাস স্টাফদের নেমপ্লেট বাধ্যতামূলক করে পরিচয় নিশ্চিত, অসাধু দালাল শনাক্ত করে বিচারের আওতায় আনা, ভিসা ও পাসপোর্ট প্রক্রিয়ায় স্বচ্ছতা ও গতিশীলতা, দূতাবাসের ফেসবুক পেইজ ও ওয়েবসাইট হালনাগাদ করে তথ্যসেবা বৃদ্ধি, অভিযোগ বাক্স ও হটলাইন চালু রাখা, মৃত প্রবাসীর মরদেহ সরকারি খরচে ৩-৭ দিনের মধ্যে দেশে পাঠানোর ব্যবস্থা, দূতাবাসের দুর্নীতিপরায়ণ ও অযোগ্য কর্মকর্তাদের অব্যাহতি এবং যোগ্য জনবল নিয়োগ, ন্যূনতম বেতন বৃদ্ধির দাবিতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেই চলেছেন। এরই ধারাবাহিকতায় কুয়েত চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (কেসিসিআই)’-এর সাথে বাংলাদেশের শীর্ষ ব্যাবসায়ীদের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সভার আয়োজন করেছেন।

বাণিজ্যিক সভা বাংলাদেশের পোশাক, ঔষধ, কৃষি শিল্প সহ বাংলাদেশে বিভিন্ন প্রস্তুতকারক ও রপ্তানিকারক শিল্প কুয়েতের বাজারে প্রবেশের বিশেষ ভুমিকা রাখার একটি পথ উন্মুক্ত হতে চলেছে বলে মনে করেন বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত এর সভাপতি সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমন সহ প্রবাসী সুধিজনেরা । কুয়েত চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (কেসিসিআই)’-এর দ্বিপাক্ষিক বাণিজ্যিক সভায় যোগদানের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে কুয়েতে আগমন করবেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ আব্দুর রহিম খান, উপসচিব মনসুরিন খান চৌধুরী, মোস্তফা আল মাহমুদ চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক -ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (FBCCI), ড. এ.বি.এম হারুন ব্যবস্থাপনা পরিচালক – শিল্প (FBCCI) ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ড. রশিদ আহমেদ হোসেনী পরিচালক – বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (BGMEA), মোহাম্মদ হাতেম সভাপতি – বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (BKMEA), লোকিয়াত উল্লাহ ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা -বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন (BAΡΙ), মোহাম্মদ দেলোয়ার হোসেন প্রধান বিপণন কর্মকর্তা (CMO) – বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন (BAΡΙ), মোহাম্মদ মিজানুর রহমান নির্বাহী পরিচালক – বাংলাদেশ আগ্রা-প্রসেসার্স অ্যাসোসিয়েশন (BAPA)। এছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (পশ্চিম এশিয়া) এম. আরিকুজ্জামান তিয়াশ কুয়েত সফর করবেন বলে তথ্য পাওয়া গেছে। কুয়েত আন্তর্জাতিক বিমান বন্দরে কুয়েতে আগত অতিথিদের স্বাগত জানানো হয়।
Discussion about this post