
কুয়েতে প্রবাসী ব্যবসায়ীদের সহযোগিতা পেলে বাংলাদেশের নামে কুয়েতে প্রাইভেট হাসপাতাল খুলতে আগ্রহ প্রকাশ করেন
Samorita Medical College & Hospital-এর ম্যানেজিং ডিরেক্টর ড. এ. বি. এম. হারুন। ১৭ সেপ্টেম্বর বুধবার রাতে কুয়েতে খাইতান রাজধানী প্যালেস হোটেলে সংযোগ নোফেল কুয়েত শাখার উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সেসময় কুয়েত প্রবাসীরা বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার অবনতির দৃশ্য তুলে ধরে এর ইতিবাচক পরিবর্তন, প্রবাসীদের জন্য বিশেষ চিকিৎসা সেবা প্রদানের ব্যবস্থা এবং কুয়েতে বাংলাদেশীদের কল্যাণে একটি হাসপাতাল প্রতিষ্ঠা করার দাবী জানান।
ডাক্তার. এ বি এম হারুনকে সংযোগ লোফেল এর কেন্দ্রীয় উপদেষ্টা, কুয়েত চেম্বার অব কমার্স-এর আমন্ত্রণে গত সোমবার (১৫ সেপ্টেম্বর) ব্যবসায়ী প্রতিনিধি দলের সাথে কুয়েতে আসেন। তিনি (FBCCI) এর ব্যবস্থাপনা পরিচালক। এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত কারার লক্ষ্যে প্রবাসীদের সহযোগিতায় নোয়াখালীতে একটি সেবামূলক হাসপাতাল প্রতিষ্ঠা করার কথাও জানান তিনি। সংযোগ নোফেল কুয়েত শাখার সভাপতি আবদুল হাই এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক নাছির উদ্দীন খোকন এর সঞ্চালনায় ম্যানাজার আবুল বাশার এবং কামাল হোসেনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজনেস কাউন্সিল কুয়েতের সভাপতি লুৎফুর রহমান মুখাই আলী, বিশিষ্ট রাজনীতিক ব্যক্তিত্ব আকবর হোসেন, ব্যাংকার মাইন উদ্দিন, বাহার উদ্দিন, শফিকুর রহমান, লিটন মিয়াজ, প্রকৌশলী ফরিদ উদ্দিন, হোসেন মোহাম্মদ আজিজ, মোহাম্মদ হানিফ, জাহাঙ্গীর হোসেন, মাহবুব আলম ভূঁইয়া, বাবুল দাস, মনির হোসেন বাবু, রিপন, নুরুদ্দিন সহ বৃহত্তর নোয়াখালী জেলার সম্মানিত নেতৃবৃন্দ এবং বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সভাপতি সময় টিভির প্রতিনিধি মঈন উদ্দিন সরকার সুমন এবং সাধারণ সম্পাদক আ হ জুবেদ সহ কুয়েত প্রবাসী গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Discussion about this post