জিল্লুর রহমান বাংলার বার্তা কুয়েত প্রতিনিধিঃ রমজান মাস এর তাৎপর্য ও করনীয় বিষয়ে কুয়েত প্রবাসী বাংলাদেশীদের উদ্দেশ্যে স্বাগতম মাহে রমজান নামে কুরআন ও রমজান শীর্ষক আলোচনার আয়োজন করে বাংলাদেশ কুরআন প্রশিক্ষণ কেন্দ্র কুয়েত এর সাফাত অঞ্চল । এতে প্রধান বক্তা কুয়েতে বাংলা খুৎবা সমুহের প্রধান খতিব হাফেজ মাওলানা নুরুল আলম সহ কুরআন প্রশিক্ষন কেন্দ্র ও আই.পি.সি’র আলেমগন রমজান মাসে করনীয় এবং এর তাৎপর্য নিয়ে বিশেষ আলোচনা করেন। আলোচনা শেষে দেশ ও বিশ্ব শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।মোঃ গিয়াস উদ্দিন এর সঞ্চালনায় মাওলানা বদরুল ইসলাম এর সভাপতিত্ব করেন। এতে কুয়েত প্রবাসী অনেক সুধী সমাজের প্রবাসী উপস্থিত ছিলেন।
একুশে টিভিতে প্রচারিত সংবাদ এর লিংকটি দেখুনhttp://www.youtube.com/embed/hSbfM6vtQHY








Discussion about this post