আল আমিন রানা, কুয়েত প্রতিনিধিঃ লিবারেল ডেমোক্রেটিক পাটি (এলডিএফ) কুয়েত শাখার উদ্যোগে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ও আলোচনা দোয়া মাহফিল কুয়েত সিটির গুলশান হোটেলে গত ২১ই ডিসেম্বর শনিবারদিন পালন করেন। মোঃ আব্দুল্লা এর সঞ্চালনায় সংগঠনের সভাপতি হাজী জাফর আহমেদ চৌধুরী (এম.কম) এর সভাপতিত্বে বিজয় দিবস ও আলোচনা দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুয়েত বিএনপির সাধারণ সম্পাদক আব্দুুল কাদের মোল্লা।বিশেষ বক্তা বাংলাদেশ কুরআন প্রশিক্ষণ কেন্দ্র কুয়েতের সভাপতি হাফেজ মাওলানা নুরুল আলম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন-হাজী জোবায়ের আহমেদ, জাকির, আইয়োব,প্রমুখ। সভায় বক্তারা সংগঠনের চেয়ারম্যান কর্ণেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম এলডিপি’র হাতকে শক্তিশালী করে সকল গণতান্ত্রিক আন্দোলনে রাজপথে নেতাকর্মীদের সাহসী ভূমিকা রাখার আহ্বান জানান।
Discussion about this post