
মঈন উদ্দিন সরকার সমুন, কুয়েতঃ বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত রাষ্ট্রদ্রোহ মামলা রাজনৈতিক হয়রানিমূলক দাবি করে এর তীব্র প্রতিবাদ জানিয়ে তা প্রত্যাহারের জোর দাবি জানায় বাংলাদেশ জাতীয়তাবাদী সাবেক ছাত্রদল ফোরামের নেতৃবৃন্দ। কুয়েত সিটির গুলশান হোটেলে ৬ ফেব্রুয়ারী শনিবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী সাবেক ছাত্রদল ফোরামের উদ্যোগে প্রতিবাদ সভায় এই দাবী করেন নেতৃবৃন্দ। বাংলাদেশ জাতীয়তাবাদী সাবেক ছাত্রদল ফোরামের আহবায়ক হুমায়ুন কবির মায়মুন এর সভাপতিত্বে এবং সদস্য সচিব জাফর ইকবাল পলাশ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাবেক ছাত্রদল ফোরামের কুয়েত শাখার প্রদান উপদেষ্টা ও কুয়েত বিএনপির সাধারণ সম্পাদক কাজী মঞ্জুরুল আলম। অন্যনের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা আনম তোহা মিলন, আজীজ উদ্দিন মিন্টু, শফি উল্লাহ লিটন, মোস্তফিজুর রহমান, আবদুল কাদের, মোসারফ হোসেন, আবু সাইদ, শাহ আলম, ইমরান সিকদার, জাহাঙ্গির, জাকারিয়া আবেদিন সহ আরো অসংখ্য নেতাকর্মি।
Discussion about this post