সাদা পাথর এবং জিজ্ঞাসা
সফিক ইসলাম
পাথরে ময়লা জমেছে
সাদা পাথরগুলো কালো হয়ে যাচ্ছে ক্রমাগত
তাই এগুলো ধুয়ে রোদে শুকিয়ে তারপর
যথাস্থানে বিছিয়ে দেয়া যাবে।
আমাদের ইন্দ্রিয়গুলো এতকাল নিষ্ক্রিয় থেকে থেকে
যে ময়লা ধারণ করেছে তা কি ধুয়ে দেয়া যায়?
আমাদের না বলা কথারা কবেইতো পাথর হয়েছে
আমাদের অন্তরে যে কালোপাথর
কেউ কি কখনো তার ময়লা পরিষ্কার করতে এসেছে?
আমরা কবে আর সাদা মনের মানুষ হব?
পাথরে পাথর ঘষলে কিন্তু আগুন জ্বলে!
Discussion about this post