আমার জয়গান
লোকমান হোসেন পলা।।
কিছুই শিখিনি আমি না কবিতা না গান
না আয় রোজগার না প্রতারণা
অথচ এ চারটির যে কোনো একটি হলেই
বেঁচে যায় জীবন বাঁচে কিছু প্রাণ
সবকিছুতেই আমার অবস্থান বাস্তবের প্রতিলিপি
যা করেছি তা কার্যকর কোনো কার্যক্রম নয়
তবুও দেখ আমার কী প্রশান্তি
আমার মনে কোনো হাহুতাশ নেই
আমি যা করেছি সৎভাবেই করতে চেয়েছি
সরলতাকে ছাড়িনি আমি
তাই বৈষয়িক হতে পারিনি
তাতেই আমার সাফল্য আমার জয়গান।
পৃথিবীটাকে গিলে খেতে চেয়েছে যারা
তারা অর্জন করেছে যোগ্যতা
আমার অভাব ছিল তার
তবুও প্রকৃতি রেখেছে আমার মান।
Discussion about this post