আমাদের দেশ খানি
গাজী আবু হানিফ
আমাদের দেশ খানি সবুজ সুন্দর
ফুলে ফলে গাছপালায় সেরা মনোকর।
আলো বায়ু মাটি জল
নদী বয় কলকল
মাঠে মাঠে ফসলেতে কতো লাগে মায়া
কতো ভালো লাগে তার বট কাঁঠাল ছায়া।
ভোর হলে ফুল ফোটে পাখি ডাকাডাকি
রোদে হেসে ঝলমলে ভরে যায় আঁখি।
বনে বনে গুণ গুণ
টুনটুনি টুনটুন
দোয়েল কোকিল আর শালিকের ডাক
কাদা জলে বকসারস মেলে তার পাখ।
ঘাসফড়িং ঘাসে ঘাসে করে ছুটাছুটি
শাপলা কলমি ফুলে খায় লুটোপুটি।
পিয়াল সজনে ডালে
লাফ দেয় তালে তালে
কৃষ্ণচূড়া শিমুলের দেখি যে আগুন
জেগে উঠে শীত শেষে বসন্ত ফাগুন।
মাঠে মাঠে অঘ্রাণেতে কতো হুলস্থুল
বাড়ি বাড়ি কৃষাণের বাঁধে কাজে গোল।
নবান্ন মধুর সুখে
সাড়া জাগে প্রাণে বুকে
পিঠা চিঁড়া মুড়ি মোয়ার পড়ে যায় ধুম
ভেঙে যায় সে আনন্দে সকলের ঘুম।
এইতো আমার দেশ শান্তি সুখে ভরা
ষড়ঋতুর ষড় রূপে আকুলিত করা।
জীবন মরণ হেথা
পেতে চায় না কে সে তা
কি করে ভুলি তার এত মায়া সুখ
মায়ের মুখের মতো তার চাঁদ মুখ।
আমি যেখানে থাকি
আমি যেখানে থাকি,সমতট এলাকা
আছে তার মাঠ,নদীনালা, ফুল ফসল ;
আছে তার ছায়া মায়া পাখির কুজন
আছে সুখদুঃখ আনন্দ বেদনার মেলবন্ধন।
আছে তার মানুষের মুখে,কতো জারী সারি
আছে মেলা খেলা, ষড়ঋতুর বিচিত্র রূপ
আছে পিঠাপার্বণ,নদীতে নৌকা বাইচ
গ্রামের হাটে,নদীতীরে কতো মেলা।
আমি যেখানে থাকি, তা বুঝি রম্য নদীর
ভাটির দেশের কন্যা হেথা ছোটে বেড়ায়;
রাখাল চরের বুকে তোলে বাঁশিতে সুর
গাঙচিল ডেকে ডেকে মাঠকে কাঁপায়।
মেঠোপথে পথে কতো লোকের আনাগোনা
কৃষাণীরা বাড়ি বাড়ি মাঠে মাঠে ধান শুকোয়;
জেলেরা জাল ফেলে ধরে নদীর মাছ
জলডাঙার এ যে এক সুরম্য সবুজ প্রান্তর।
Discussion about this post